Law •
June 28, 2025
আইন কলেজ এর ভিতরে আইনের ছাত্রীর গণধর্ষণ।
প্রথমে ডাক্তার তারপর আইনজীবী
কে ধর্ষণ হতে হলো!
মাঝে এক পুলিশ অফিসার এর বাড়ির মহিলাদের সম্পর্কে অকথ্য হুমকি শুনতে হলো!
হবু আইনজীবী বা ল কলেজের ছাত্রীর ধর্ষণ এর এই ঘটনা নতুন নয়, বরং একই ধারার প্রতিফলন, যেখানে শাসকদলের ছত্রছায়ায় বেড়ে ওঠা রাজনৈতিক মাফিয়ারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা হরণ করছে এটা নিশ্চিত।
এই নৃশংস ঘটনাটি কয়েকটি গভীর প্রশ্ন তোলে:
ল কলেজের ছাত্রীকে কেন ইউনিয়ন কক্ষের আশেপাশে ডাকা হয়েছিল?
কীভাবে একজন প্রাক্তন ছাত্র এবং রাজনৈতিক দলের সদস্য এত সহজে ক্যাম্পাসে প্রবেশ করল?
কোন অধিকারে সে একজন বর্তমান ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে ডেকে পাঠাল?
সেই সময় কলেজে কি কোন কর্মী বা নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না? কেউই কি কিছু শোনেন নি বা লক্ষ্য করেন নি? এটা কী ভাবে সম্ভব হতে পারে?
প্রাথমিক তদন্ত বলছে, ছাত্রীকে প্রথমে টয়লেটে নিয়ে যাওয়া হয়, পরে তিনি চিৎকার করলে তাঁকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়। কলেজ চত্বরে এমন বর্বরতা ঘটলেও,কর্তৃপক্ষ কেন নিশ্চুপ!
এই ঘটনার নিরপেক্ষ ও কঠোর তদন্ত কত তা হবে সেটা অনিশ্চিত কারণ RG কর কেস এর তদন্ত আপামর রাজ্য বাসীর কাছে অবিশ্বাস তৈরী করেছে।
রাজ্য সরকার এর তরফ থেকে
স্পেশাল অ্যাসেম্বলি সেশন এ Aparajita Anti - Rape Bill বা ‘Aparajita Woman and Child Bill (West Bengal Criminal Laws and Amendment) 2024,’. পাশ করা হয়েছিল কিন্ত তার সঠিক প্রচার এর অভাব এর জন্য ধর্ষক প্রবৃত্তি অপরাধী দের ওপর কোনো প্রভাবই পরে নি।